বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
দৈনিক কক্সবাজার একাত্তর ডেস্ক:- উপজেলা নির্বাচনের তফসিল রোজার মধ্যে ঘোষণার পর ঈদের পর ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
আনিছুর বলেন, উপজেলা নির্বাচন তফসিল রোজার মধ্যে দেয়া হবে। ঈদের পর নির্বাচনের পরিকল্পনা আছে কমিশনের।
আর উপজেলা কত ধাপে হবে, তা তালিকা হাতে পাওয়ার পর কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান এই কমিশনার।
তিনি জানান, সংসদে সংরক্ষিত মহিলা আসনের তফসিল খুব তাড়াতাড়ি দেয়া হবে।
ময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট ৯ মার্চময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট ৯ মার্চ
এদিকে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনে আগামী ৯ মার্চ ভোট হবে বলে জানিয়েছেন আনিছুর রহমান।
তিনি বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।