বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার-আবু সালমান ফারহান:- কক্সবাজারের ঈদগাঁওতে ট্রলি গাড়ির ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সকাল ১১ টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত লাবিব হাসান ফাহিম (৭) স্থানীয় ইলেকট্রিশিয়ান মোঃ ফয়সালের পুত্র।
সে চরপাড়া নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের চাচা ইলেকট্রিশিয়ান বেলাল উদ্দিন জানান, মাদ্রাসা বিরতির সময় পার্শ্ববর্তী সড়কে বের হলে ট্রলি গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওর একটি ক্লিনিক ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের এস,আই আশরাফ ঘটনা স্থলে যান।
নিহতের চাচা আরো জানান, ঘটনাটি নিছক দুর্ভাগ্য। আমাদের কোন অভিযোগ নেই।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আজ বাদে আছর স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে শিশুটির জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানায় পরিবার সূত্র।