বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

নাইক্ষ্যংছড়ি -মিয়ানমার সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেলের গোলাটি নিষ্ক্রিয়

নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমারের ঘুমধুম – তুমব্রু সীমান্তের নোয়াপাড়ায় পরিত্যক্ত অবস্থায় উদ্বার করা অবিস্ফোরিত মর্টারের গোলাটি নিষ্ক্রিয় করেছেন সেনা বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা।

শুক্রবার ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে রামু সেনানিবাস থেকে আসা সেনা বোমা বিশেষজ্ঞ দল এই অবিস্ফোরিত মর্টারের গোলাটি ধ্বংস করে নোয়াপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মী মোঃ শহিদুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মাদ ভুট্টো সহ অনেকে।
অপরদিকে মিয়ানমার  সীমান্তের তুমব্রু বাজারের পার্শবর্তী রাস্তার কাছে আরো একটি অবিস্ফোরিত মর্টারের গোলা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
শুক্রবার ৯ ফেব্রুয়ারি  দুপরে অবিস্ফোরিত মর্টারশেলের গোলাটি পথচারীরা দেখতে পেয়ে বিজিবি কে খবর দেয়।
বর্তমানে উক্তস্থানে জনসাধারণ ও যান চলাচল সীমিত করেছে বিজিবি সদস্যরা।
স্থানীয় পথচারী সাইফুল ইসলাম জানান বাড়ী থেকে বাজারে যাওয়ার পথে অবিস্ফোরিত মর্টারের গোলাটি দেখতে পায়।
বর্তমানে সীমান্তের পরিস্থিতি মোটামোটি শান্ত অবস্থায় রয়েছে। তবে মাঝেমধ্যে মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় কিছু কিছু গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাংগীর আজিজ জানান, সীমান্ত পরিস্থিতি মোটামোটি শান্ত। তবে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবিস্ফোরিত গোলা পড়ে থাকায় শংকিত রয়েছে জনগন। তাছাড়া পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে।
গত ২ দিন যাবত আশ্রয় কেন্দ্রের আশ্রিত স্থানীয়রা নিজ বসতঘরে ফিরেছে।