বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

টেকনাফে ৯৯৫০ ইয়াবাসহ ৪ জন আটক

সংবাদদাতা:
টেকনাফের হ্নীলায় ৯৯৫০পিস ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব।
তারা হলেন- ফুলের ডেইল জাদি পাড়ার মৃত ইসলাম মিয়ার পুত্র ছৈয়দ আকবর (৪০), পশ্চিম সিকদার পাড়ার মৃত আব্দুল জাব্বারের পুত্র জাফর আলম (৪৩), তার পুত্র পারভেজ (১৯) ও নাটমোরা পাড়ার মৃত কাদের হোছনের পুত্র সাইফুল ইসলাম।
১০ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানিয়েছেন, মাদকের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অভিযানে যায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৪ জনকে আটক করা হয়।পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৯৯৫০পিস ইয়াবা পাওয়া যায়।
ধৃত ৪ জনকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্র জানায়,কিশোর মাদক কারবারী পারভেজ ও তার পিতা জাফর আলম দীর্ঘদিন ধরে কৌশলে মাদক বাণিজ্য চালিয়ে আসছে। কিশোর মাদক কারবারী পারভেজ মাদকের টাকার জোরে বিভিন্ন নারীদের টাকার প্রলোভনে ফাঁদে ফেলে শ্লীলতাহানি ও নানা অপরাধ কর্ম করে আসছিল। এই যুবকের কারণে এলাকার সুন্দরী নারী, যুবতি চলাফেরা করা দায় হয়ে পড়েছিল।