বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের জিম্বংখালী সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফের জীম্বংখালীর উত্তরে জালালের ঘেরের পাশ থেকে তাদের আটক করেন টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক রোহিঙ্গারা হলেন- উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. হাসানের ছেলে মজিবুর রহমান (২১), একই ক্যাম্পের আবু সৈয়দের ছেলে মাহবুর রহমান (২০), নুর ইছামতের ছেলে মো. আমানুল্লাহ (২০)।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে- এমন খবরে জীম্বংখালীর উত্তরে জালালের ঘের এলাকায় বিজিবির সদস্যরা অবস্থান নেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করেন। এ সময় পালানোর চেষ্টা করলে চারপাশ থেকে তাদেরকে ঘেরাও করা হয়। নৌকায় থাকা ওই তিন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ২ কোটি টাকা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদেরকে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। ৭১/এমইউএন