রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

অমিক্রন প্রতিরোধে প্রস্তুত কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ

প্রেস বিজ্ঞপ্তি:

করোনা ভাইরাসের নতুন ধরণ অমিক্রনের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে সকল প্রস্তুতির কথা জানিয়েছে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ। সারাদেশে অমিক্রনের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ১৫ দফা নির্দেশনা পাঠিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনাকে গুরুত্ব দিয়ে অমিক্রন যাতে ছড়িয়ে না পড়ে জেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, করোনার যে ধরনই হোক না কেন সকলের প্রাধান্য দিতে হবে স্বাস্থ্যবিধি মানাকে।

টিকা গ্রহনের উপর দিয়ে জোর দিয়ে সিভিল সার্জন জানান, কক্সবাজারে টিকার কোনো সংকট নেই।

এদিকে অমিক্রন ঠেকাতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এছাড়াও যেসব দেশে অমিক্রন শনাক্ত হয়েছে সেসব দেশে যাত্রীদের আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা জারিসহ চারটি সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর ন্যায় কক্সবাজার বিমানবন্দরে ও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগ।

71/mun