বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাতিঘরপাড়া সংলগ্ন সাগরপাড় থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ ও ১টি রাম-দা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ৫ সদস্যের প্রতিনিধি টীম ও কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম যৌথ ভাবে এই অভিযানটি পরিচালনা করেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওমর হায়দার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাতিঘরপাড়া সংলগ্ন সাগরপাড় এলাকায় অভিযান চালায়। সেখানে কুতুবদিয়া থানার এসআই মকবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযানে সার্বিক সহায়তা করে। এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি।
এদিকে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর কক্সবাজার জেলার যুগ্ম-পরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বলে নিশ্চিত হওয়া গেছে।
৭১/এমইউএন