বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
কক্সবাজার ৭১ ডেস্ক:
৯৯ হাজার ৬৬৫ পিচ ইয়াবা টেবলেট পাচারের দায়ে এক রোহিঙ্গা ইয়াবাকারবারীকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ৭ ডিসেম্বর কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো : ২০১৭ সালের ২০ মে বিকেল সাড়ে ৪ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং দেড় নম্বর সুইচ গেইট বরাবর ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের একটি টিম এক অভিযান চালিয়ে ২ কোটি ৯৮ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৯৯ হাজার ৬৬৫ পিচ ইয়াবা টেবলেট সহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের ডেইল পাড়ার মৃত সৈয়দ আলমের পুত্র দুস মোহাম্মদকে আটক করে। এ বিষয়ে ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের নায়েক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার থানা মামলা নম্বর : ৫৪/২০১৭, জিআর মামলা নম্বর : ৪৪২/২০১৭ এবং এস.টি মামলা নম্বর : ১৪০৮/২০১৭ ইংরেজি। মামলায় সাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তিতর্ক শেষে আসামী রোহিঙ্গা ইয়াবাকারবারী দুস মোহাম্মদকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় টেবিল ৯ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক মাহমুদুল হাসান তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।
দন্ডিত আসামী দুস মোহাম্মদকে গ্রেপ্তার হওয়ার পর থেকে জেল হাজতে রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এডভোকেট আবদুর রউফ।
ডিসি৭১/এমইউএন