বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়া প্রতিনিধি:
একদিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যান ৫ বছর বয়সের মো.ফাহিম। উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল সে। সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় মা প্রিয়া। তাকে উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কাজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ফাহিম পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার ব্যবসায়ী ইলিয়াছের ছেলে।
নিহতের স্বজন সাংবাদিক মো.ফারুকের বরাত দিয়ে জানাগেছে, শনিবার বিকেলে নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে যায় ফাহিম। সেখানে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে শিশু ফাহিমের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

ডিসি৭১/২১-এমইউনয়ন