বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা ১৬ ডিসেম্বর দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৬.৩৪ মিঃ পবিত্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ৭.০০ টায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ৮.০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮.৩০ মিঃ স্টেডিয়ামে কুজকাওয়াজ পর্যবেক্ষণ, বিকাল-৪.০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শপথ পাঠ অনুষ্ঠানে কক্সবাজার স্টেডিয়ামে অংশগ্রহণ এবং বিকাল ৫.০০ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ দৌলত ময়দানে বিশাল বিজয় সমাবেশ।
জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উক্ত কর্মসূচী সমূহে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য এবং জেলার আওতাধীন সকল উপজেলা ও সাংগঠনিক উপজেলাকে অনুরূপ কর্মসূচী পালনের জন্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।