বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
উখিয়া প্রতিনিধি:
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ থেকে ৬০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
১৫ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় এ আটক অভিযান পরিচালনা করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র অধিনায়ক পুলিশ সুপার মোঃ নাইমুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের সুত্রে ক্যাম্প-৭’র এ/১ ব্লকের সৈয়দ হোছনের ঘরে তল্লাশী চালিয়ে তার স্ত্রী আরিফা বেগম(৫০)এর স্বীকারোক্তি মতে ঘর থেকে ৬০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।ধৃত আরিফার এফসিএন নং- ২৭৯৫৯৫।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,এসপি নাইমুল হক।