রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৮ পাচারকারী আটক

 মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফঃ
সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা হতে ১ লাখ ৩৪ হাজার ৮’শ পিস পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এসময় আট জন ইয়াবা পাচারকারিকে আটক করেছে।
১৭ ডিসেম্বর রাত আটটার দিকে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিসিজি স্টেশান সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ শাকিব মেহেবুব এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি কোস্ট
গার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাসি চালিয়ে ১ লক্ষ ৩৪ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আট জন পাচারকারিকে আটক করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।