বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

মির্জা ফখরুল দল কানা হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন: তথ্যমন্ত্রী

কক্সবাজার ৭১ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দল কানা’ হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টার সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলকে বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ হিসেবে জানতাম। কিন্তু তিনি দল কানা হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন। জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাই বাংলাদেশ উন্নয়নে ৫০ বছর পেছনে গেছে এমন মন্তব্য করছেন। অথচ আগে বাংলাদেশের শতকরা ৪১ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতো। এখন তা ২০ শতাংশে নেমে এসেছে।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো যদি বিএনপি-জামায়াত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করতো। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র না করতো। তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যেত।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, জেলা প্রশাসক মমিনুর রহমান, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য প্রমুখ।