বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধি:
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে মহামারীকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেনদঊদদ সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক, স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ঝুঁকি সৃষ্টি করেছে। উৎপাদন হ্রাস পাওয়ায়, বাণিজ্য-যোগাযোগ বিঘ্নিত হওয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে, বেকারত্ব ও দারিদ্র্য বেড়ে যাচ্ছে। বিশেষত স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো করোনা সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকমাস ধরে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বের নানা দেশে আবারো সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভাইরাসের ‘ওমিক্রন’ সংকরণ নিয়ে ইতোমধ্যে বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাই করোনা প্রতিরোধে আমাদের সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
২০শে ডিসেম্বর, ২০২১ নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ দরবার শরীফ আয়োজিত, হযরত আবদুল আউয়াল চিশতী (রঃ) এর ১৬তম ওরশ শরীফে প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলকে এ মহামারী সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।খলিফা শাহ আবদুর রহিম মাইজভানডারীর সভাপতিতে বিশেষ অতিথী ছিলেন আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম।
আলোচক ছিলেন, মুফতি বাকিবিললাহ আল আজহারী,মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, হাফেজ মোহাম্মদ মনসুর আলী মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুনাজাতে অংশগ্রহণ করেন।