রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
কায়সার হামিদ মানিক:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্ট এ অভিযান চালিয়ে অস্ত্রসহ ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ ইয়াসিন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ক্যাম্পের ব্লক- বি/৫০ এর ইয়াসিনের বসতঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটক ইয়াসিন বি/৫০ ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে।
৮ এপিবিএন এর পক্ষ থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ৮ ইস্ট এ অভিযান চালিয়ে হেড মাঝি ইয়াসিনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে দেশিয় তৈরি একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ পায়েল হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন।