বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

খুরুশকুল আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:
খুরুশকুল আশ্রয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প দাবি করে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জলবায়ুতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য এ প্রকল্পটি তাদের জন্য নিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রীর যেকোন প্রজেক্ট সর্বোচ্চ গুরুত্বের সাথে করি থাকি।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে কক্সবাজার খুরুশকুলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘বিশেষ আশ্রয়ন প্রকল্প’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, আমি কর্মকান্ড দেখতে সরজমিনে এসেছি। আমি বিশ্বাস করি আজকের পর থেকে কাজের গতি আরো বাড়বে। শুটকি মহল নামে একটি বাজার হবে। যেখানে বসবাসকারীদের ব্যবসা ও কর্মসংস্থান হবে।
এসময় তিনি প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। একই সাথে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় সেনা প্রধান বলেন, খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩৮০৮টি পরিবারকে পুনর্বাসনের জন্য তিনি এ আশ্রয় প্রকল্প গ্রহণ করেন। ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। বাকি কাজ নির্ধারিত সময়ে শেষ করার কথাও জানান সেনা প্রধান।
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, খেলার মাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ বিবিধ সুবিধাদি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী জুন ২০২৩ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

ডিসি৭১/এমইউএন