রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

পাঁচ লক্ষ টাকার কাঁকড়া আটক করে আত্মসাৎ,চাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন

শাহিন আলম :মহেশখালী প্রতিনিধি
উপকূলীয় বন-বিভাগ কর্তৃক ব্যক্তিগত প্রজেক্টে চাষ করা ৫ লক্ষ টাকার কাঁকড়া আটক করে আত্মসাৎ করায় চাষী ও ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত ।
গত তিন দিন আগে মহেশখালী উপজেলার ইউনুছখালী বাজারে বিদেশে রপ্তানি যোগ্য ১১টি কাঁকড়া ভর্তি ঝুঁড়ি ৭’শ কেজি কাঁকড়া আটক করে তা পর দিন আদালতে জব্দ তালিকায় দেখানো হয় ৩০ কেজি , বাকী কাঁকড়া গুলো বাইরে বিক্রি করে দেয় মহেশখালী উপকূলীয় বন কর্মকর্তারা ।
এর প্রতিবাদে মহেশখালীর কাঁকড়া ব্যবসায়ী ও কাঁকড়া চাষীরা ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টার সময় মহেশখালী উপজেলা চত্ত্বর বাবুর দীঘির পাড়ে বন কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে ।