বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

নাইক্ষ্যংছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু করা হয়েছে।
১ লা জানুয়ারী শনিবার সকাল ১০ টায়
নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ক্রোক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যানোওযান চাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী হোসনে মেম্বার সাধারণ সম্পাদক নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগ ও  সাংবাদিক আমিনুল ইসলামসহ স্থাননীয মেম্বার গন্যমান্য ব্যক্তিগন।
 বই বিতরণ অনুষ্ঠানের শেষে  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যানোওযান চাক উদ্যোগে পরিচালিত ক্রোক্ষ্যং চাক পাড়ার বীর বাহাদুর  শিশু সদন এর ছাএ ছাএী দের মাঝে কম্বল  স্কুল বেগ  বিতরন করে।
অন্যদিকে বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা হল রুমে মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসব শুরু করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ , সহ কারী শিক্ষক মাওলানা আবদুল গফুর, মাওলানা আবদুল্লাহ, মাস্টার মহিউদ্দিন মোঃ এমদাদ, তমিম গোলাল প্রমুখ।
বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা..
অভিভাবক সদস্য আবদুল জব্বারের সভাপতিত্বে সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাইশারী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব শুরু করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ কামাল হোসাইন, সমাজ সেবক আবুল হাসেম, শিক্ষক মাওলানা মোঃ হোসেন, অভিভাবক সদস্য জাকের হোসেন, মাস্টার মোঃ রফিক প্রমূখ।
বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় …….
প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নুর এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসব শুরু করা হয়।
সহকারী শিক্ষক মোঃ বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক চিংচালা চাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ কামাল হোসাইন, সাংবাদিক আবদুর রশিদ সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
বাইশারী মডেল কেজি ও বালিকা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক  মোঃ হাসান আলীর সভাপতিত্বে
বিদ্যালয় হল রুমে   পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে বই বিতরণ ও বই উৎসব শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে     উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবু নছর, সাবেক  মহিলা মেম্বার সাবেকুন্নাহার, আওয়ামিলীগ নেতা শাহাবুদ্দিন, ইউপি সদস্য নুরুল কবির, কৃষকলীগ সভাপতি আবু জাফর প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানিকে বাইশারী মডেল কেজি ও বালিকা উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।