বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

উখিয়া ৫ লক্ষ ইয়াবাসহ রোহিঙ্গা আটক, সহযোগীরা পলাতক (ভিডিও)

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া পালংখালীর বালুখালী থেকে ৫ লক্ষ পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।এসময় তার অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল জানতে পারে যে,টেকনাফ সীমান্ত থেকে মাদক কারবারীরা ইয়াবার একটি বড় চালান পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫,ওই এলাকা নজরদারিতে রাখে।

এরপর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ওই স্থানে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে বালুখালী ব্রীজের নিচ দিয়ে কয়েকটি বস্তা নিয়ে আসতে দেখা যায়।এসময় র‍্যাবের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করে,কিন্তু ৫/৬ জন তার সহযোগী পালিয়ে যায়।

পরে আটক আসামীর কাছ থেকে উদ্ধারকৃত বস্তা তল্লাশী করে ৫ লক্ষ পিস ইয়াবা ও মাদক পাচারের ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, সে এবং পলাতক আসামীরাসহ দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছে।

আটক মোঃ ছৈয়দুল আমিন ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

https://youtu.be/q-lDNwczs7w