বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

“শিশুদের মাঝে মানবিক গুণাবলি গড়ে তুলতে মা-বাবাকে দায়িত্বশীল হতে হবে।”-সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

চট্টগ্রাম প্রতিনিধি:
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, আজকের শিশুই জাতির ভবিষ্যৎ। শিশুদের মাঝে মানবিক গুণাবলি গড়ে তুলতে পারলে, তারা একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী উপহার দেবে। এ ক্ষেত্রে
পিতা-মাতার সাহচর্যই মুখ্য ভূমিকা পালন করে। শিশুদের মাঝে সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, নৈতিকতার দর্শন জাগ্রত করতে তাদের শিক্ষার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার বিকাশ ঘটিয়ে উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে পারে।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, মানুষের শ্রেষ্ঠ শিক্ষক তার মা-বাবা। মা-বাবার আদেশ-নিষেধ, জীবনাদর্শ সন্তানের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। তাই মা-বাবার উচিত সন্তানের প্রতি সচেতন দৃষ্টি রাখা। কঠোরতা নয় ; বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সন্তানদেরকে সুপথে পরিচালিত করা সহজ হয়ে উঠবে। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মহৎ আদর্শের প্রতি সন্তানদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে তারা পৃথিবী ও আখিরাতের জীবনে সফলতা অর্জন করতে সমর্থ হবেন।
৯ই জানুয়ারি, ২০২২ মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচরে কলিমুল্লাহ্ কলেজ মাঠে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)  উপলক্ষ্যে আয়োজিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটনের সভাপতিত্বে সম্মেলনে আলোচনায় অংশগ্রহণ করেন, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরী, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মাকসুদুর রহমান, মুফতি আজমাইন আসরার মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা নাজের হোসাইন মাইজভাণ্ডারী, হাফেজ মোহাম্মদ মনসুর আলী মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুনাজাতে অংশগ্রহণ করেন।