বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ বলেছেন, ১৪৪ ধারার দিন শেষ হয়ে গেছে। দফায় দফায় অনুমতি নিয়ে জনসভার দিন শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ ঐক্যবন্ধ। কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না।
আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম।
আমির খসরু মাহমুদ আরও বলেন ওমিক্রনের কথা বলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
এ সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের সঞ্চলনায় চট্টগ্রামের আনোয়ারা, কর্নফুলী, পটিয়া, বাঁশখালী,বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ উপজেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।