মোঃ শাহীন,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
বান্দরবানের বাইশারী বাজারে দোকানে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে লেগে আব্দুল মোনাফ (৫০) নামের এক কাঁঠ মিস্ত্রী নিহত হয়েছে।
নিহত ব্যক্তি ৭নং ওয়ার্ড উত্তর বাইশারীর মৃত নাজের আহমদের ছেলে।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সকাল ১০টার দিকে বাইশারী বাজারের স্কুল রোডে আব্দু শুক্কুর এর দোকানে কাজ করার সময় বিদ্যুতের মেইন লাইনে লেগে দুইতলা ভবনের উপড় থেকে মাটিতে পড়ে যায়। এবং তার চোঁখ মুখ তেতলা হয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়।
নিহতের ভাই নেজাম উদ্দিন জানান, বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নিয়ে গেলে সেখানে দুপুর ২ টার দিকে পথের মধ্যে তার ভাইয়ের মৃত্যু হয়।
Related