রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
মোবারক উদ্দিন নয়ন, স্টাফ রিপোর্টার:
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯,৫০০ (উনিশ হাজার পাঁচশত ) পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল সহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
১৪ ফেব্রুয়ারি রাত অনুমান ৮টার দিকে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রামু থানধীন জোয়ারিয়া নালা ইউপিস্থ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও রামু বাইপাস সড়কের সংযোগস্থলে পাকা রাস্তার উপর হতে মো: তালিম উদ্দিন মুন্না নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামী চট্টগ্রামের লোহাগাড়া সুখছড়ি ৮নং ওয়ার্ডের আব্দুল কাদের এর ছেলে। তার কাছ থেকে ১৯ হাজার ৫শত পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিসি৭১/এমইউনয়ন