বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক ইনানী’ পত্রিকার প্রধান সম্পাদক পদ থেকে মাহাবু্বুর রহমান চৌধুরী পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারন দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী ওই পদত্যাগ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক ব্যস্ততার কারনে পত্রিকায় সময় দিতে পারছিনা বলেই স্বেচ্ছায় দৈনিক ইনানীর প্রধান সম্পাদক পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আজকের পর থেকে ওই পত্রিকার সাথে আমার কোন ধরনের সম্পর্ক নাই।
একই সাথে তিনি দৈনিক ইনানীর প্রিন্টার্স লাইনস থেকে নিজের নাম সরিয়ে নেয়ার জন্য পত্রিকা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।