রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

পানি ভেবে খেয়ে ফেললো বিষ, প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক:

রাঙামাটির নানিয়ারচরে ভুলবশত পানি ভেবে বিষপান করে দিপু দেওয়ান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টায় নানিয়ারচর সদর ইউনিয়নের ব্যাঙমারা খোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দিপু দেওয়ান মহালছড়ি উপজেলার বাগমারা গ্রামের মনোতশ দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় দীপু দেওয়ান ভুলবশত পানি পানের বদলে বিষপান করে। স্থানীয়রা দীপুকে নানিয়ারচর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাঙামাটি সদর হাসপাতালে রেফার করেন। পরে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পী চাকমা পূর্বকোণকে বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি দুঃখজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।