বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হলেন তাসাল্লি বিনতে ফয়েজী

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :::
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করলেন চকরিয়ার কৃতি সন্তান ডাঃ তাসাল্লি বিনতে ফয়েজী। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজীর দ্বিতীয় কন্যা, নাইক্ষ্যংছড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তামান্নার ছোটবোন ও সাংবাদিক নিজাম উদ্দিনের ভাতিজী। সোমবার (২৮ ফেব্রুয়ারী) টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ তাসাল্লি বিনতে ফয়েজী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এসময় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল এর নেতৃত্বে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত সহকারী সার্জনকে বরণ করে নেন। এটি ডাঃ তাসাল্লি বিনতে ফয়েজীর প্রথম কর্মস্থল বলে জানান তার বাবা টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০১৯ সালে এমবিবিএস সমাপ্ত করে স্বাস্থ্য বিভাগের ৪২ তম বিসিএস ক্যাডারে উপনীত হন। প্রথম কর্মস্থলে যোগদানে ডাঃ তাসাল্লি বিনতে ফয়েজী
মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান অক্লান্ত পরিশ্রমে স্বাস্থ্য সেবায় নিয়জিত রাখতে সুযোগ দান করা শ্রদ্ধেয় পিতা-মাতার প্রতি। এরই সাথে সশ্রদ্ধে স্মরণ করেন মরহুম দাদা কবির আহমদ মুন্সী ও মরহুম নানা আবুল হাশেম সওদাগরকে। এসময় ডাঃ তাসাল্লি শিক্ষকবৃন্দ, আত্মীয়স্বজন ও টেকনাফবাসী সহ সকলের দোয়া কামনা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, আমার নবাগত ৪২ তম বিসিএস এর ০৯ কান্ডরী চিকিৎসক বন্ধুদেরকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টেকনাফ বাসীর সেবার জন্য বরণ করে নিলাম। আশাকরি নবাগত চিকিৎসকদের আগমনে টেকনাফ স্বাস্থ্য পরিবার আরো এক ধাপ এগিয়ে যাবে এবং টেকনাফ বাসীর আশানুরূপ সেবাপ্রদানে সক্ষম হবো।
প্রিয় টেকনাফবাসী নবাগত চিকিৎসক বৃন্দদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্যার, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক, বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) সিভিল সার্জন স্থানীয় সাংসদ এমপি শাহীন বদি মহোদয় বৃন্দ।
আপনাদের নিকট টেকনাফ উপজেলা স্বাস্থ্য পরিবার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।