বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন

সেন্টমার্টিনের প্রকৃতি বাঁচাতে বিদেশি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

মো: আশেক উল্লাহ ফারুকী. টেকনাফ:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের প্রকৃতিকে বাঁচাতে বিদেশি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এতে দ্বীপবাসীর জীবন বদলে যাবে।
শুক্রবার (৪ মার্চ) সকালে কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে দ্বীপ ব্যবস্থাপনা ও সমন্বয় কেন্দ্রে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব আলী বলেন, প্রত্যেক উন্নয়নের সঙ্গে স্থানীয় কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। তবে সবচেয়ে কষ্টের বিষয়, প্রবাল দ্বীপে প্রকৃতি ধ্বংসের পথে। তাই দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। সেটা আমরা অক্ষরে অক্ষের পালন করছি।
তিনি আরও বলেন, আন্তঃমন্ত্রণালয়ে সিদ্ধান্ত, প্রবাল দ্বীপে আর কোনও ভবন নির্মান করতে দেওয়া হবে না। প্রবাল দ্বীপ ‘আইল্যান্ডে’ কোনোভাবে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করা যাবে না। এখানে বিদেশি পর্যটকদের টানতে ইকো-ট্যুরিজম উন্নয়ন করা হবে।
দ্বীপ রক্ষার পাশাপাশি বিদেশিদের টানতে স্থানীয়দের সঙ্গে নিয়ে আরও গুছিয়ে কাজ করা হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপত্বিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে সুপারিশ বাস্তবায়নে অংশীজনের আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিস্ট বোর্ডের প্রধান জাবেদ আহমেদ, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ প্রমুখ।