বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

উখিয়ায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দেশীয় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকাল সাতটি দেশীয় অস্ত্রসহ পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভূক্ত ২ জনসহ ৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার ভোররাতে উখিয়ার ডি ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ডি-ব্লকের মৌলভী নূর মোহাম্মদ (৩৫), মোঃ ইলিয়াছ (৩৫), ই/৩ ব্লকের সৈয়দ আহম্মদ (৩৮) ও বি/১ ব্লকের সানাউল্লাহ (৪৮)।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, অভিযানের সময় গ্রেফতার ৪ রোহিঙ্গার সঙ্গে থাকা ১৮/২০ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের নিকট হতে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত সাতটি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।