বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

১৬ লাখ টাকার জালনোট উদ্ধার : কুতুবদিয়ায় র‌্যাবের অভিযানে আটকদের থানায় হস্তান্তর

কুতুবদিয়া সংবাদদাতাঃ

কুতুবদিয়ায় জাল টাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযানে আটক ৪ জনকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় মেডিকেল চেকআপ শেষে কুতুবদিয়া থানায় সৌপর্দ করা হয় বলে থানা সূত্র জানায়।

দুপুরে র‌্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের উপঅধিনায়ক মেজর মোহাম্মদ মোস্তফা জামান প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া বড়ঘোপ উপজেলা গেইটে রাবেয়া এন্টারপ্রাইজ নামের একটি কম্পিউটার কম্পোজের দোকানে অভিযান চালানো হয়। এসময় বদ্ধ দোকানের ভেতরে জাল টাকা তৈরি হচ্ছিল।
হাতে নাতে জাল টাকা তৈরিতে জড়িত মূলহোতা সাইফুদ্দিন আহমেদ মিজান (২৫), তার দু‘ভাই মিজবাহ উদ্দিন (৩২), জিয়াউদ্দিন (২০) এবং সাইফুল ইসলামকে (২৪) আটক করা হয়। ১০০০ টাকা নোট সম্বলিত ১৬ লক্ষ টাকার জাল নোট, টাকা তৈরির মেশিন-সরঞ্জাম জব্দ করা হয়। তারা কয়েক বছর ধরে জাল টাকা তৈরির ব্যবসা করে আসছিল। এসব জাল টাকা মহেশখালী,কক্সবাজার এলাকায় মাদক, অবৈধ অস্ত্র কেনা-বেঁচায় ব্যবহার হতো বেশি বলে তিনি জানান।
আটকদের ৩ ভাই  সাইফুদ্দিন আহমেদ ( মিজান), মিজবাহ উদ্দিন, জিয়াউদ্দিন বড়ঘোপ মনোহরখালী গ্রামের হাফেজ শহিদুল্লাহর পুত্র এবং সাইফুল  ইসলাম কৈয়ারবিল নজরআলী মাতবর পাড়ার ওমর আলীর পুত্র বলে জানা গেছে।  আটক মিজবাহ উদ্দিন কুতুবদিয়া উপজেলা পরিষদে অফিস সহকারি হিসেবে কর্মরত আছেন।র‌্যাব-৭ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোমবার আটক ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় এজাহার সহ হস্তান্তর করেছেন বলে থানার ওসি (তদন্ত) আমিন কাদের খান দৈনিক কক্সবাজারকে  জানিয়েছেন।