বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু

গোলাঘরে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

৭১ অনলাইন ডেস্কঃ

কুড়িগ্রামের রৌমারীতে গোলাঘর থেকে আব্দুর রহিম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে নিজ শয়নকক্ষের পাশে গোলাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই পুলিশ সদস্য গোলাঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত আব্দুর রহিম উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২৮দিনের ছুটি নিয়ে গত ১৮মার্চ রৌমারীতে নিজ বাড়িতে যান তিনি।

আব্দুর রহিমের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে। প্রায় ১৮বছর ধরে তিনি পুলিশে কর্মরত ছিলেন।

নিহত পুলিশ কনস্টেবলদের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। পরিবারের কাউকে না জানিয়ে ধানচাল রাখার ঘরের ভিতর আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ওসি মুনতাসির বিল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধারের পর সুরৎহাল শেষে থানায় নিয়ে আসলে মঙ্গলবার কুড়িগ্রামে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ওসি মুনতাসির বিল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধারের পর সুরৎহাল শেষে থানায় নিয়ে আসলে মঙ্গলবার কুড়িগ্রামে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তবে মানসিক অবসাদগ্রস্ত হয়ে ওই পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পারিবারিক সূত্রে জানা গেছে।