বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

ভাসানচরের উদ্দেশ্যে আরও ১৭১৩ রোহিঙ্গা

চট্টগ্রাম প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ত্রয়োদশ দফার দ্বিতীয় ধাপে আরও ১ হাজার ৭১৩ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে বুধবার ১ হাজার ৯৭ জনকে ভাসানচর নিয়ে যাওয়া হয় নৌবাহিনীর তত্ত্বাবধানে।

বুধবার উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১ হাজার ৭১৩ জনকে নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় রোহিঙ্গাদের বহনকারী ২৭টি বাস। রাত পৌনে দশটায় চট্টগ্রামে পৌঁছে তারা।

২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবির থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয় ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে। এবার ত্রয়োদশ দফায় মোট ২৯ হাজার ৩৮৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।