বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

বিচারপ্রার্থীদের হয়রানি বন্ধে আইনজীবী সহকারীদের ভূমিকা রাখতে হবে : জেলা জজ

নিজস্ব প্রতিবেদক:

জেলার প্রত্যন্ত এলাকা থেকে বিচারপ্রার্থীরা আদালতে আসলে অনেকসময় টাউট, বাটপার, দালালদের হাতে পড়ে তারা হয়রানির শিকার হয়। বিচার পেতে বিড়ম্বনা পোহাতে হয়। বিচারপ্রার্থীদের এ হয়রানি বন্ধে ও বিড়ম্বনা থেকে মুক্ত রাখতে আইনজীবী সহকারীদের (এডভোকেট ক্লার্ক) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার ৩১ মার্চ কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আইনজীবী সহকারীদের উদ্দেশ্যে একথা বলেন।

কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির নব নির্বাচিত সভাপতি ফোরকান আহমদ খোকন ও সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর সাথে সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শামশুল আলম, সহ সভাপতি মোঃ আতাউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) জিয়াউর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক-মুহিব উল্লাহ, আপ্যায়ন ও সাংস্কৃতিক-মোঃ আব্দুল হাসিম, কার্যনির্বাহী সদস্য-মোঃ নুরুল ইসলাম, রায়হান উদ্দিন ও মোরশেদ আলম, মুহাম্মদ ওসমান গণি, মাহমুদুল হক চৌধুরী, সিরাজুল হক, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির নেতৃবৃন্দ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের সাথে সাক্ষাতকালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলা ও দায়রা জজ এর সাক্ষাতের সময় আইনজীবী সহকারী নেতৃবৃন্দকে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।