বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

মাতারবাড়ী চ্যানেলে নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি চ্যানেলে মাদার ভ্যাসেলসের সংযুক্ত টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন । তিনি মাতারবাড়ি সমুদ্রবন্দরের নির্মাণকাজে কর্মরত ছিলেন।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটির সন্ধান পাওয়া যায়। পরে বেলা আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চীনা নাগরিক জিয়াং হং চেন মাতারবাড়ি বন্দরে কর্মরত ছিলেন।

সূত্রে জানা যায় , গত ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ টাগশিপ ডুবির ঘটনা ঘটে। এতে আটজন ডুবে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে সাতজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন জিয়াং হং চেন। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরিরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।