মুসলমানদের জন্য সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এই মাসে সারা বিশ্বের মুসলমানগন রোজা রেখে স্রষ্টার আনুগত্য প্রকাশ করে। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেয় এবং বিভিন্ন রাসায়নিক মিশ্রিত খাদ্যদ্রব্য সরবরাহ করে। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন বটতলা বাজার এলাকায় ০৬ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র্যাবের একটি আভিযানিক দল জনাব মোঃ আহসান হাবিব জিতু, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া চট্টগ্রাম এবং মোহাম্মদ শাহ্জাহান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লোহাগাড়া, চট্টগ্রাম এর সহযোগিতায় উক্ত স্থানে বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তাদের নিকট অধিক দামে ফল বিক্রি এবং ফরমালিন ও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রিত ফল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ১। নাসির উদ্দিন’কে ১,০০০/- ২।আলহাজ্ব ফরিদুল আলম’কে ১,০০০/- ৩। মোঃ হাসান’কে ১,০০০/- ৪। মোজাম্মেল’কে ২,০০০/- ৫। মোঃ নুরুল ইসলাম’কে ৫০০/- ৬। মোঃ সালাউদ্দিন’কে ১,০০০/- ৭। হেলাল উদ্দিন’কে ১,০০০/- ৮। আবদুল মালেক’কে ১,০০০/- জরিমানা করে।
ডিসি৭১/এমইউনয়ন