বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে মিয়ানমারের দুই সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ ২ রোহিঙ্গা যুবকের দেহ তল্লাশিতে মিললো অস্ত্র গুলি টানা বর্ষণে কক্সবাজার শহরে জলাবদ্ধতা, পর্যটকদের দুর্ভোগ কক্সবাজার জেলা পরিষদের ১৪৬ কোটি ৮৩ লাখ টাকা বাজেট ঘোষণা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রম পরিদর্শন করেছেন পলক আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডারসহ আটক ৩ পটিয়ায় যৌতুক নিয়ে তরুণীর আত্মহত্যা, হবু স্বামী গ্রেফতার  মহেশখালী হত্যা মামলার আসামী মাদ্রাসার সভাপতি হতে দৌঁড়ঝাপ চকরিয়ার চিংড়িজোনে বিপুল অস্ত্র ও কার্তুজসহ বাহিনী প্রধান বেলালসহ গ্রেফতার চার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য ফ্রান্সের ১.৫ মিলিয়ন ইউরো অনুদানে ইউএনএইচসিআরের কৃতজ্ঞতা

কক্সবাজারে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে ক্যা চে ওয়ান রাখাইন (২৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়৷

ক্যা চে কক্সবাজার সিটি কলেজের মাস্টার্সে অধ্যায়নরত। তার চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা রাখাইন পাড়ায় বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান— শহরের রিহাব প্লাজা বিল্ডিংয়ের ৪র্থ তলায় তারা ৫ জন ভাড়ায় থাকতেন। তারা যখন বাইরে ছিল তখন ক্যা চে ওয়ান রাখাইন ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছে। তাকে ঝুলন্ত অবস্থায় এক সহপাঠী দেখে পুলিশকে খবর দেয়।

এদিকে ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটটি নিহত শিক্ষার্থী ক্যা চে ওয়ান রাখাইন আত্মহত্যার আগে লিখেছে বলে ধারণা করা হচ্ছে। চিরকুটে লিখা ছিল— “আমি আর পারছিনা এ সমাজের সাথে তাল মেলাতে, আমি ব্যর্থ সৈনিক,আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়।”

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।