বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে মিয়ানমারের দুই সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ ২ রোহিঙ্গা যুবকের দেহ তল্লাশিতে মিললো অস্ত্র গুলি টানা বর্ষণে কক্সবাজার শহরে জলাবদ্ধতা, পর্যটকদের দুর্ভোগ কক্সবাজার জেলা পরিষদের ১৪৬ কোটি ৮৩ লাখ টাকা বাজেট ঘোষণা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রম পরিদর্শন করেছেন পলক আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডারসহ আটক ৩ পটিয়ায় যৌতুক নিয়ে তরুণীর আত্মহত্যা, হবু স্বামী গ্রেফতার  মহেশখালী হত্যা মামলার আসামী মাদ্রাসার সভাপতি হতে দৌঁড়ঝাপ চকরিয়ার চিংড়িজোনে বিপুল অস্ত্র ও কার্তুজসহ বাহিনী প্রধান বেলালসহ গ্রেফতার চার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য ফ্রান্সের ১.৫ মিলিয়ন ইউরো অনুদানে ইউএনএইচসিআরের কৃতজ্ঞতা

মন্ত্রী পাচ্ছে কক্সবাজারের মানুষ?

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন বুধবার। এরপরপরই গঠিত হবে মন্ত্রীসভা। এবার মন্ত্রীসভায় কক্সবাজারের কেউ স্থান পাচ্ছে কিনা এ নিয়ে জেলা জুড়ে চলছে নানান আলোচনা।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম হতে পারেন বিরোধী দলীয় নেতা। আর বিরোধী দলীয় নেতার পদটি পুর্নমন্ত্রীর মর্যাদাসম্পন্ন। অবশ্য এটা নির্ভর করছে সংসদে প্রধান বিরোধী দল কোন পার্টি হবে বা সংসদে বিরোধী দলের সমন্বিত সিদ্ধান্তের উপর।

 

অন্যদিকে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) থেকে আশেক উল্লাহ রফিক এবং কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) থেকে সাইমুম সরওয়ার কমল এ দুজনই টানা ৩ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই এ দুজনের যেকোনো একজন বা দুইজনই মন্ত্রীত্ব পাওয়ার দাবী রাখে। সে ক্ষেত্রে সাইমুম সরওয়ার কমল সদর আসনের এমপি তাই তাকে প্রাধান্য দেয়া হতে পারে আবার সরকারের বেশ কয়েকটি মেগা প্রকল্প চলছে মহেশখালীতে সে বিবেচনায় আশেক উল্লাহ রফিক কেও বিবেচনায় নিতে পারে।

অন্যদিকে সব হিসেব- নিকেশ পাল্টে দিয়ে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়ন পেয়েও আইনী জটিলতার কারণে নির্বাচন করতে না পারা সালাউদ্দিন আহমেদও এ মন্ত্রীসভায় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে স্থান করে নিতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়াও সালাউদ্দিন আহমেদ নির্বাচন করতে না পারলেও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের জন্যে দিনরাত পরিশ্রম করেছেন, আর এ পরিশ্রমের জন্যে পুরস্কার স্বরুপ উপমন্ত্রী হতে পারেন বলেও আলোচনা আসছে বিভিন্ন জায়গা থেকে।

স্বাধীনতার পর কক্সবাজার থেকে ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন তৎকালীন চকরিয়া-পেকুয়ার এমপি বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারপর কোনো নেতার ভাগ্যে জোটেনি মন্ত্রী নামের সোনার হরিণ। তাই কক্সবাজার থেকে এবার মন্ত্রী পাবে এমনটাই আশা এখানকার মানুষের।