বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে মিয়ানমারের দুই সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ ২ রোহিঙ্গা যুবকের দেহ তল্লাশিতে মিললো অস্ত্র গুলি টানা বর্ষণে কক্সবাজার শহরে জলাবদ্ধতা, পর্যটকদের দুর্ভোগ কক্সবাজার জেলা পরিষদের ১৪৬ কোটি ৮৩ লাখ টাকা বাজেট ঘোষণা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রম পরিদর্শন করেছেন পলক আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডারসহ আটক ৩ পটিয়ায় যৌতুক নিয়ে তরুণীর আত্মহত্যা, হবু স্বামী গ্রেফতার  মহেশখালী হত্যা মামলার আসামী মাদ্রাসার সভাপতি হতে দৌঁড়ঝাপ চকরিয়ার চিংড়িজোনে বিপুল অস্ত্র ও কার্তুজসহ বাহিনী প্রধান বেলালসহ গ্রেফতার চার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য ফ্রান্সের ১.৫ মিলিয়ন ইউরো অনুদানে ইউএনএইচসিআরের কৃতজ্ঞতা

কক্সবাজার জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া সংসদীয় আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো ইয়ামিন হোসেন,সিভিল সার্জন বিপাশ খীসা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সারোয়ার সালাম,প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, জাসদ জেলা সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদার,মাদক চোরাচালান প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়,বাজারদর নিয়ন্ত্রণ, ড্রেনেজ সু-ব্যবস্থা, অবৈধ ভূমি দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্স সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।