বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

পিতা-মাতাকে অবজ্ঞাকারী সন্তানদের রাষ্ট্র ও সামাজ কতৃক প্রত্যাখান করা উচিত- সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

কক্সবাজার ৭১ ডেস্ক:
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী পবিত্র কুরআন ও হাদীসের আলোকে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব তুলে ধরে বলেন, মহান আল্লাহ্ পিতা-মাতার সন্তুষ্টিকে তার সন্তুষ্টি বলেছেন। তাই কোনভাবেই পিতা-মাতার প্রতি অবহেলা গ্রহণীয় নয়। পরিতাপের বিষয় যে, আমাদের সমাজে অনেক সন্তান বৃদ্ধ বয়সে পিতা-মাতার যখন বেশি যত্নের প্রয়োজন, তখন তাদের প্রতি অসদাচরণ করছে, ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তাই বৃদ্ধাশ্রমের সংখ্যাও দিন দিন বাড়ছে। এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়েরই একটি খণ্ডচিত্র।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আরো বলেন, অশিক্ষিতদের থেকে উচ্চ শিক্ষিতদের মাঝে পিতা-মাতার প্রতি অবহেলার উদাহরণ বেশি দেখা যাচ্ছে। মূলত তাদের অর্জিত শিক্ষা ব্যর্থ, কেননা তারা সুশিক্ষা অর্জন করতে পারে নি। মা-বাবা এত কষ্ট-সাধনা-আত্নত্যাগে সন্তানকে বড় করে তোলেন ; আর সেই মা-বাবার প্রতি যাদের কৃতজ্ঞতাবোধ থাকে না, তখন তারা রাষ্ট্র, সমাজ, জনগণের জন্য সুফল বয়ে আনবে কি করে! তাই পিতা-মাতাকে অবজ্ঞাকারী সন্তানদের রাষ্ট্র ও সামাজ কতৃক প্রত্যাখান করা উচিত এবং আরো কঠোর আইন প্রণয়ন করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শিক্ষার কারিকুলামে নৈতিক শিক্ষা, তাসাউফ চর্চা তথা আত্মশুদ্ধি অর্জনকে গুরুত্ব দিতে হবে, যাতে তরুণ প্রজন্ম একটি সুন্দর আগামী উপহার দিতে পারে।
২৩শে ডিসেম্বর, ২০২১ গাজীপুর মহানগরে খলিফা এ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিঞার বাসভবন সংলগ্ন ভোরা খানকা এ রহমানীয়া মইনীয়া মাইজভানডারীয়া ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ওয়াজ ও মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচক ছিলেন, মওলানা আখতার হোসেন গাজীপুরী, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মূফতি মোহাম্মদ আলী আশরাফী,হাফেজ মোহাম্মদ মনসুর আলী মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুনাজাতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *