চট্টগ্রাম প্রতিনিধি:
‘পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ’র প্রেসিডেন্ট শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, বিশ্বে ১৮০ কোটির অধিক মুসলিম জনগোষ্ঠী থাকার পরও, দেশে দেশে মুসলিমরাই অত্যাচারিত নিপিড়ীত হচ্ছে। নিজ ভূখণ্ডে আজ ফিলিস্তিনীরা শরণার্থী, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমরা হারিয়েছে নাগরিকত্ব ও বাসস্থান, সিরিয়া পরিণত হয়েছে বিশ্বশক্তির যুদ্ধক্ষেত্রে, ইয়েমেন ও আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশ যুদ্ধ-দুর্ভিক্ষে বিপর্যস্ত, চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর জনগোষ্ঠী, ভারতের জম্মু-কাশ্মীর ও আসামের মুসলিমদের অস্তিত্ব সংকটের মুখে রয়েছে। কোটি কোটি মুসলিম আজ শরণার্থী জীবনযাপন করছে। অথচ খনিজ সম্পদে সমৃদ্ধ আরব দেশগুলোসহ বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলো নিরীহ, নির্যাতিত মুসলিমদের পাশে না দাঁড়িয়ে নিজেদের স্বার্থে অত্যাচারীদেরকে নিজেদের মিত্র বানিয়েছে। ওআইসি, আরব লীগের মত সংস্থাগুলো মুসলিমদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে না বিধায় আস্থা হারিয়েছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মুসলিমরা আজ দলে দলে বিভক্ত হয়ে পড়ছে। মুসলিম বিশ্বের এ অনৈক্যের জন্যই আজ মুসলিম জাতি এমন দুরবস্থার শিকার।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, এ সংকট মোকাবেলায় মুসলিমদের মাঝে একতার বন্ধন দৃঢ় করার মাধ্যমে মুসলিম জাতির রাজনৈতিক, অর্থনৈতিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। পরনির্ভরশীলতা পরিহার করে, মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মুসলিম জাতিকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে হবে। মুসলিমদের ন্যায্য অধিকার রক্ষায় ‘পার্লামেন্ট অব ওয়ার্ড সুফিজ’ বিশ্বজুড়ে শীর্ষ মুসলিম নেতৃবৃন্দের মাঝে সংযোগ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মুসলিমদেরকে নিজস্ব ঐতিহ্য ও চেতনা ধারণ করে, মতাদর্শের দ্বন্দ্ব ভুলে ভাতৃত্বকে শক্তিশালী করার আহবান জানান।
৩রা জানুয়ারি, ২০২২ ঢাকার উত্তরা দক্ষিণখানের গাওয়াইর খানকা রহমানিয়া মইনীয়া মাইজভানডারীয়া কমপ্লেক্স পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহির ওয়াসাল্লাম) উপলক্ষ্যে আয়োজিত এক সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খলিফা-এ-গাউসুল আযম আলহাজ্ব আব্দুল মালেকের সভাপতিত্বে, সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব আহসান,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আনিসুর রহমান নাঈম, ৫২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ্ব মোঃ ফরিদ আহমেদ।
আলোচক ছিলেন, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মাকসুদুর রহমান, মওলানা জসিমুদ্দিন ,হাফেজ মোহাম্মদ মনসুর আলী মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুনাজাতে অংশগ্রহন করেন।