চট্টগ্রাম প্রতিনিধিঃ
মহান ২৭শে মাঘ, শায়খুল ইসলাম, হযরত আল্লামা শাহ্সুফি সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) এর ৮৫তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে, দেশব্যাপী অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী হাতে নিয়েছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট। ২৮শে জানুয়ারি, ২০২২ এ কার্যক্রমে মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, “আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মানবতার মহান দূত। তিনি বলেছেন, ‘সেই প্রকৃত মু’মিন, যে মানবসেবায় জড়িত।’ তার আদর্শকে ধারণ করে যুগে যুগে সুফি সাধক, অলি আল্লাহ্গণ নিজেদেরকে মানবকল্যাণে উৎসর্গ করেছেন। বিশেষত ‘তরিক্বা-এ-মাইজভাণ্ডারীয়া’ সর্বদাই মানবতার কথা বলে। মানুষের দুঃখ দুর্দশা, দেশের বিভিন্ন দূর্যোগে এ দরবারের মহাপুরুষগণ সবসময়ই সহযোগিতার হাত এগিয়ে দিয়েছেন। শায়খুল ইসলাম, হযরত আল্লামা শাহ্সুফি সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীও (কঃ) তার জীবদ্দশায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বেকারত্ব দূরীকরণে তিনি রিকশা, সেলাই মেশিন বিতরণ করেছেন। ১৯৮৮, ১৯৯৮ সালের বন্যা, ১৯৭০ ও ২০০৭ সালের ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে বিপর্যস্তদেরকে ত্রাণ সহায়তা প্রদান করেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে মানবতার কল্যাণে বহুমুখীভাবে অবদান রাখার জন্য হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট দেশজুড়ে ৫০টিরও বেশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
মহান ২৭শে মাঘকে সামনে রেখে, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ট্রাস্টের সহায়তায় আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামকে দেশের বিভিন্ন স্থানে মানবসেবামূলক কর্মসূচী পালনের আহবান জানান।
ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন পরিষদ মিলায়াতনে শফিউল আজম চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪ দল জোটে চট্টগ্রামের সমন্বয়ক জনাব মুহাম্মদ আজাদ দোভাষ, ভুজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মুহাম্মদ সাহাবুদ্দীন, আজাদীবাজার আজিজিয়া হাসেমিয়া মাদরাসার সেক্রেটারি হাফেজ মঞ্জুরুল আনোয়ার চৌধুরী ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।