বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

৭১ অনলাইন ডেস্ক:

বিএম ডিপোতে আগুন এবং বিস্ফোরণে হতাহতের ঘটনায় আট জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলার আসামিরা হলেন- ডিপোর মহা-ব্যবস্থাপক নাজমুল আকতার খান, উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) নুরুল আকতার খান, ব্যবস্থাপক (প্রশাসন) খালেদুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উল্লাহ, জ্যেষ্ঠ নির্বাহী নাছির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আবদুল আজিজ, ডিপোর শেডের ইনচার্জ সাইফুল ইসলাম এবং সহকারী ডিপো ইনচার্জ নজরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী বাদি হয়ে মামলাটি দায়ের করেছে। চট্টগ্রামের এসপি এসএম রশিদুল হক বলেন, ‘সীতাকুণ্ডের ঘটনায় আট জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘এখন ডিপোর কর্মকর্তাদের আসামি করা হয়েছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরও আসামি করা হবে।’

প্রসঙ্গত, গত শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ৪৪ জন। আহত হয়েছেন তিন শতাধিক। আহতরা ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *