বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে ইয়াবাসহ সিটিএসবির কনস্টেবল আটক

৭১ অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিএসবির কনস্টেবল উপল চাকমাসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাকে আটক করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন।

তিনি বলেন, র‌্যাব রাত সাড়ে ১১টার দিকে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক চারজনকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করেছে। এরমধ্যে উপল চাকমা নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিএসবির একজন কনস্টেবল রয়েছেন। আর বাকিরা সাধারণ ইয়াবা কারবারি। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *