বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাড়ছে তিন রোগ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে ডেঙ্গু এবং করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই প্রায় অর্ধশত রোগী পাওয়া যাচ্ছে। সেই সাথে সমানতালে বেড়ে চলেছে চোখওঠা। চট্টগ্রামবাসীকে কাবু করে ফেলেছে এ তিন রোগ।

গতকাল মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় শনাক্তের হার ১৮ দশমিক শূন্য ২ শতাংশ।

চট্টগ্রামে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১ জন নগরের বাসিন্দা। বাকি ১০ জনের মধ্যে একজন আনোয়ারার ও চন্দনাইশের ২ জন, হাটহাজারীর ৭ জন ও মিরসরাই উপজেলার ১ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ২২০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত দুমাস ধরে বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৪ জন। তবে এই সময়ে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। চট্টগ্রামে মোট ১ হাজার ১৬৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৪৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের চক্ষু বিভাগীয় প্রধান ড. তানুজা তানজিন বলেন, চোখওঠা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন চোখের সমস্যা নিয়ে দুই থেকে তিনশ’ রোগী আসে। যারমধ্যে চোখওঠা রোগী থাকে ৭০ থেকে ৮০ জন।

চট্টগ্রামে চক্ষু হাসপাতালে খবর নিয়ে জানা যায়, সেখানেও চোখওঠা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন দুইশ’ থেকে আড়াইশ’ রোগীর ভিড় থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *