চট্টগ্রাম প্রতিনিধি:
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পৃথিবীতে শুভাগমন করেছেন মানুষকে পৃথিবী ও আখিরাতের জীবনে মুক্তির পথ প্রদর্শনের জন্য। তার আদর্শের মাঝেই মানবজাতির চিরায়ত কল্যাণ নিহিত। সুফি সাধকগণ যুগে যুগে পৃথিবীর কোণে কোণে প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সেই শান্তি, সম্প্রীতি, ভাতৃত্ব ও মানবতার বার্তা পৌঁছে দিয়েছেন, দিচ্ছেন। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে প্রিয় নবিজীর (দ) আদর্শে উজ্জীবীত ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করতে পারলে রাষ্ট্র ও সমাজে কোন বিশৃঙ্খলা, অপশাসন, অরাজকতা, সংঘর্ষ, অন্যায়-অবিচার, বৈষম্য থাকবে না।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী এজন্য নবীপ্রেমে উদ্বুদ্ধ ব্যক্তিদেরকে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত থাকার চেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। যাতে করে প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দর্শন ধারণ করে সমগ্র বিশ্ব শান্তির নীড়ে পরিণত হয়।
৩০শে জানুয়ারি, ২০২২ চাঁদপুর জেলার মতলব উত্তরে ফরাজীকানদী ইউনিয়নের দক্ষিন রামপুর,আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া আয়োজিত এক সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনায় অংশগ্রহণ করেন, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মওলানা মমিনুল হক, হাফেজ মোহাম্মদ মনসুর আলী মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুনাজাতে অংশগ্রহণ করেন।