চকরিয়া প্রতিনিধি:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে। কক্সবাজারের চকরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা ছাত্রলীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে কোরআন খানি মিলাদ মাহফিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।
সোমবার সকাল ৭ টায় চকরিয়া উপজেলা চত্তরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন চকরিয়া উপজেলা ছাত্রলীগ।
দিন ব্যাপী আয়োজনে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
চকরিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আরহান মাহমুদ রুবেল এবং সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব এর নেতৃত্ব উক্ত কর্মসূচি সম্পন্ন করা হয়।