সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
অস্ত্র ও ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
শনিবার জেলা পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সাহস, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করলে সাধারণ মানুষের আস্থা বাড়ে। শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করে তাদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়ানো হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ারসহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রামু থানায় যোগদানের পর ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে উপজেলায় অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি হয়। বিশেষ করে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রামু থানার ভূমিকা ছিল প্রশংসনীয়।
শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিক্রিয়ায় ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, “এই অর্জনের জন্য সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অপরাধ দমনে আগামীতেও সবার সহযোগিতা কামনা করছি।”
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, “ভালো কাজের স্বীকৃতি দিলে অফিসারদের মাঝে কাজের আগ্রহ বাড়ে। মাসিক পারফরম্যান্স বিবেচনায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করাই আমাদের লক্ষ্য।”