সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীর মৃত্যু মহেশখালীতে প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ আটক ১ !! উখিয়ায় দিনদুপুরে চাঞ্চল্যকর চুরি: সহকারী শিক্ষকের ঘর থেকে ৪.৫ লক্ষ টাকা ও ৩৩ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট টেকনাফে বাকপ্রতিবন্ধী আলমগীরকে গুলি করে হত্যা, মূলহোতা নুরুল আলম ডাকাত গ্রেফতার আলীকদম সেনা জোনের অভিযানে জেএসএস (মূল)-এর ৯ সন্ত্রাসী আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য দেখতে গিয়ে প্রাণ হারালো তরুণ মেহরাব: দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজন কঠোর পর্যটন নীতিমালা উখিয়ায় পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান : আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার চকরিয়ায় আ. লীগের ঝটিকা মিছিল, সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫৫ রোহিঙ্গাদের জন্য সুইডেনের ২.১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সম্মাননা পেলেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী

কামাল শিশির, রামু

অস্ত্র ও ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

শনিবার জেলা পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সাহস, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করলে সাধারণ মানুষের আস্থা বাড়ে। শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করে তাদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়ানো হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ারসহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রামু থানায় যোগদানের পর ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে উপজেলায় অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি হয়। বিশেষ করে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রামু থানার ভূমিকা ছিল প্রশংসনীয়।

শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিক্রিয়ায় ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, “এই অর্জনের জন্য সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অপরাধ দমনে আগামীতেও সবার সহযোগিতা কামনা করছি।”

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, “ভালো কাজের স্বীকৃতি দিলে অফিসারদের মাঝে কাজের আগ্রহ বাড়ে। মাসিক পারফরম্যান্স বিবেচনায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করাই আমাদের লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *