বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

২০ বছর ধরে খবর বিলি করা জাকিরের মৃত্যু হলো সড়ক দুর্ঘটনায়

৭১ অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন। তাঁর নাম মো. জাকির হোসেন (৪৫)। আজ ভোরে নগরীর আকবর শাহ থানার কর্ণেলহাট কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। উত্তরবঙ্গ থেকে আসা ভাইবন্ধু নামের একটি যাত্রীবাহী বাস জাকিরকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দীর্ঘ ২০ বছর যাবৎ নগরের কর্ণেলহাট এলাকায় সংবাদপত্র বিক্রয় ব্যবসায় জড়িত ছিলেন তিনি। নিহত জাকির চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট মো. ইসহাকের হকার ছিলেন।

চিটাগাং নিউজ পেপার এজেন্ট স্টাফ সমিতির সভাপতি কাজী আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত জাকিরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার গোপীনাথপুর গ্রামে। তিনি মৃত মকবুল আহমদের সন্তান।

আজ আসরের নামাজের পর নগরের ফিরোজ শাহ কলোনি সংলগ্ন মালিপাড়া এলাকায় জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আকবর শাহ থানার পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে।

জাকিরের মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।

সূত্র: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *