রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

চট্টগ্রাম টেস্টে থাকছেন সাকিব

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান। সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ৩০ মার্চ মাঠে নামবে টাইগাররা।

গত ওয়ানডে বিশ্বকাপে আঙুলের ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা হয়নি সাকিবের। এমনকি আসরটির পর জাতীয় দলের হয়েও আর কোনো ম্যাচ খেলেননি তিনি। তবে অবশেষে এবার শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে ফিরেছেন বিশ্বসেরা তারকা।

এদিকে দলে নেয়া হয়েছে পেসার হাসান মাহমুদকেও। সাকিবকে জায়গা দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। আর চোটের কারণে নেই পেসার মুশফিক হাসান।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড :

নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।