1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি

  • আপলোড সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৮৭ জন দেখেছেন
দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনও মূল্যে ষড়যন্ত্রকারী ও অশুভ শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। মঙ্গলবার (২০ জুন) দলটির স্থায়ী পরিষদের সভায় দলটির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী এ আহ্বান করেন।
বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর যেকোনও পদক্ষেপের সঙ্গে বাংলাদেশ সুপ্রিম পার্টি একমত রয়েছে। রাজনৈতিক স্বার্থে দেশের বিরুদ্ধে অবস্থান আত্মঘাতী হবে। মহান মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তান ও বাংলার মুক্তিকামী মানুষের মাঝেই সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডসহ বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরীন নানা বিষয়ে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের ব্যাপক গুরুত্ব রয়েছে। এই কারণে বৃহৎ শক্তিগুলোর নজর বাংলাদেশের দিকে।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, নানা কৌশলে বাংলাদেশকে ব্যবহার করে তারা নিজ স্বার্থ উদ্ধার করতে চায়। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও দৃঢ়চেতা মনোভাব প্রশংসার দাবি রাখে। তিনি বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করে আসছেন। নানামুখী ষড়যন্ত্রের মুখে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী দূরদর্শী নেতৃত্ব, কূটনৈতিক সফলতার কারণেই বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে।
সভায় বাজেট পর্যালোচনায় বাজেটে ন্যূনতম কর দুই হাজার টাকার প্রস্তাবকে বাদ দেওয়ায় সরকারের প্রতি অভিনন্দন জানানো হয়।
সভায় বিএসপির জাতীয় স্থায়ী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আকন্দ, মুফতি গোলাম মহি উদ্দীন লতিফী, মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x