1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
মালয়েশিয়া ও তুরস্ক সফর শেষে বিএসপি চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে অভিযান, ৮টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, সর্বোচ্চ ফি ৮৫০০ দুবাইয়ে ৩৯৪ বাংলাদেশির ৬২১ বাড়ি কক্সবাজারে আরসার আস্তানায় অভিযান, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ২ বাবার কোটি কোটি টাকা ঋণ নিয়ে এবার মুখ খুললেন রাফসান যে দুই কথা বলায় নাবিকদের কিছু করেনি জলদস্যুরা টেকনাফ উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফরের বিরুদ্ধে দুদকের চার্জশিট রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্রগুলি সহ আরসা শীর্ষ সন্ত্রাসী আটক আন্তঃনগরের পরিবর্তে অস্থায়ী স্পেশাল ট্রেনই স্থায়ী হচ্ছে এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের চোখে পানি, মুখে হাসি

মালয়েশিয়া ও তুরস্ক সফর শেষে বিএসপি চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন

  • আপলোড সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২২ জন দেখেছেন
‘বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’-এর চেয়ারম্যান ও ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সুফি স্টাডিজ’-এর প্রতিষ্ঠাতা হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী মালয়েশিয়া ও তুরস্কের কয়েকটি আন্তর্জাতিক সফর শেষ করে দেশে ফিরে এসেছেন। ‘বুধবার (১লা মে) রাত ১টার সময় তাঁকে বহনকারী একটি বিমান রাজধানীর হযরত শাহ্ জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁকে ফুলে ফুলে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক সংবর্ধিত করেন তাঁর ভক্ত আশেকানসহ রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন দলীয় নেতাকর্মীরা।’
জ্যোতির্ময় আলোর দিশারীরা ভালোবাসার শিক্ষা দিয়ে জাতিকে আলোকিত করেছেন উল্লেখ করে এ সময় শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, ‘বর্তমান বিশ্বের মানবাধিকার সংকটের পটভূমিতে সমস্যা সমাধানে সুফিদের আরও বেশি ভূমিকা রাখতে হবে।’ তিনি বলেন, ‘মহানবী (সা.)-এর শিক্ষা অনুসারে মানবজাতির নাম, ধর্ম বা জাতি জিজ্ঞাসা না করে সবাইকে নিঃশর্ত ভালবাসার সাথে সেবা করার শিক্ষা হৃদয়ে ধারণ করতে হবে।’
সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী আরও বলেন, ‘মহানবী হলেন আমাদের অনুসরণ করার জন্য সর্বোত্তম আদর্শ এবং কিভাবে ইসলাম আমাদেরকে সকলের সাথে সম্প্রীতির সঙ্গে অবস্থান করতে উৎসাহিত করে তা অবশ্যই আমাদের জানতে হবে।’ বিএসপি চেয়ারম্যান বলেন, ‘নবীজীর আদর্শ অনুযায়ী, কেউ কারো শান্তি বিঘ্নিত করলে সে মুসলমান হবে না, কারণ ইসলাম বিশ্বাসী-অবিশ্বাসী ভেদাভেদ না করে রহমত, শান্তি, দয়া ও অনুগ্রহের কথা বলে। আর সুফিরাই সে আদর্শের ধারক বাহক।’
বর্তমান এই বিংশ- একবিংশ শতাব্দীতে নবীজীর সত্যিকারের শিক্ষা হৃদয়ে ধারণ করতে হলে সুফিদের দারস্থ হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী।
সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সহ মাইজভান্ডার দরবারের ভক্ত আশেকানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

ডাঃ কবীর উদ্দিন আহমদ

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR